Logo

সারাদেশ

মানিকগঞ্জে মাদক ও বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭

মানিকগঞ্জে মাদক ও বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের ঘিওরে মাদক ও বিদেশি পিস্তলসহ ওমর ফারুক (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে মানিকগঞ্জ সেনা ক্যাম্পের মেজর সৌমিকের নেতৃত্বে বৈন্যাপ্রসাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওমর ফারুক ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যাপ্রসাদ গ্রামের সাইজউদ্দিন মিয়ার ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে একটি ৯ মিমি বিদেশি পিস্তল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৪ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ ঘিওর থানায় হস্তান্তর করা হয়।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনুর মিয়া বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার আদালতে প্রেরণ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর