Logo

সারাদেশ

হাঁস ধরা প্রতিযোগিতা উপভোগ করল হাজারও দর্শক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩

হাঁস ধরা প্রতিযোগিতা উপভোগ করল হাজারও দর্শক

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঐতিহ্যবাহী হাঁসধরা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) কলোনীপাড়া শতদল আদর্শ গুচ্ছগ্রামের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়। ১৫ থেকে ১৮ বছরের চারটি দল খেলায় অংশ নেয়।

খেলায় পুকুরে ছেড়ে দেওয়া হাঁস ধরার জন্য প্রতিযোগিরা তুমুল প্রতিযোগিতা করেন। পুকুরপাড়ে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দর্শনার্থীরা জানান, এই খেলা এখন প্রায় বিলুপ্ত, তাই পুনরায় আয়োজন করায় আনন্দবোধ হয়েছে। সচেতন নাগরিকরা বলছেন, গ্রামীণ এই ধরনের খেলাধুলা যুব সমাজকে মোবাইল আসক্তি, জুয়া ও মাদক থেকে দূরে রাখতে সাহায্য করবে।

আয়োজকরা জানিয়েছেন, খেলাটি হারিয়ে যাওয়ার পথে থাকলেও নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোর জন্য আয়োজন করা হয়েছে। বিজয়ীদের হাতে হাঁস উপহার হিসেবে দেওয়া হয়েছে।

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর