Logo

সারাদেশ

ষড়যন্ত্র এখনও চলছে, যাতে কোনো নির্বাচন না হয় : শামা ওবায়েদ

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮

ষড়যন্ত্র এখনও চলছে, যাতে কোনো নির্বাচন না হয় : শামা ওবায়েদ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমরা প্রতিজ্ঞা করছি, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম-খুন হবে না। কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আর কোনো নারী ধর্ষিত হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সূচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘এই দেশে আমরা একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া-পাওয়া এবং বাংলাদেশের জন্য কাজ করবে, অন্য কোনো দেশের হয়ে নয়। ষড়যন্ত্র এখনো চলছে, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। এই ষড়যন্ত্র দেশের অস্থিতিশীলতা তৈরি করার জন্য চালানো হচ্ছে। তাই আমাদের সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার সামনে শত শত মানুষ আছেন, যারা শহীদ জিয়াকে দেখেননি এবং যারা খালেদা জিয়াকে চেনেন না। তাদের বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানানো আমাদের দায়িত্ব। তাই আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ, গত ১৭ বছরে প্রকৃত ইতিহাস ধ্বংস করা হয়েছে। নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে।’

শামা ওবায়েদ যোগ করেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল দলের নয়, এটি বাংলাদেশের নবজাগরণ এবং নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিন। বাংলাদেশে যত উন্নয়ন ও ভালো কাজ হয়েছে, সব বিএনপির সময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন, এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। এর মধ্যে রয়েছে, যদি বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে, তাহলে প্রথম ১৮ মাসে এক কোটি যুবককে চাকরি দেওয়া, শিক্ষা, খাদ্য, বস্ত্র ও বাসস্থানসহ সকল সুবিধা সমানভাবে জনগণকে নিশ্চিত করা।’

সমাবেশে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।

পারভেজ মিয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর