Logo

সারাদেশ

ঢাবির ভিসি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন না : রিজভী

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২

ঢাবির ভিসি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন না : রিজভী

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন না। বিশ্ববিদ্যালয়ে নারীর অধিকার নিয়ে আলোচনা উঠলেও ভিসি নীরব থাকেন।

তিনি বলেন, ‘ভাইস চ্যান্সেলর কোন পন্থী তা সবাই জানেন, কোন দিকে তিনি হেলে আছেন। ডাকসু নির্বাচন আসছে। আমি শুধু এটুকুই বলব, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নারী প্রগতি, নারীর উন্নয়ন ও অধিকারের প্রতি নিস্ক্রিয়। এজন্য আমি মনে করি, তিনি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন না।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপি আয়োজিত ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় রিজভী আরও বলেন, ‘যে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামীকরণ করেছিল, বাক স্বাধীনতা হরণ করেছিল, রক্তচোষা পুঁজিবাদ প্রতিষ্ঠা করেছিল। আবার কি আরেকটি ফ্যাসিবাদের পদধ্বনি ক্যাম্পাসে শোনা যাচ্ছে? এ জন্যই ৫ আগস্টে জুলাইয়ের মহান বিপ্লব হয়নি—আমরা এটা দেখছি।’

তিনি আরও বলেন, ‘বগুড়ার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন, শুধু এটুকুই বলবেন—ভোট হতে না দিতে হুমকি, সাইবার বুলিং বা ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে। এটা কিসের আলামত?’

রিজভী বলেন, ‘আমরা কি আবার শেখ হাসিনার বর্বর যুগ থেকে আরেকটি অন্ধকার যুগে পা দেব? ফাহমিদা নামের একজন ছাত্রী রিট করেছিলেন, যার কারণে জামায়তে ইসলামীর ছাত্র সংগঠন তাকে হুমকি দিয়েছে। এ ধরনের পরিস্থিতিতে আমাদের মনে রাখতে হবে, আমরা মধ্যযুগে ফিরে যেতে পারি না।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী। বিএনপি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমাদের ভারতপন্থী ট্যাগ দিবেন না। একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক নতুন করে যতই ষড়যন্ত্র হোক, ব্যর্থ হবে। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না।’

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মাহবুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন। এসময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে রিজভী বগুড়া শহরের এসপি ব্রিজ এলাকায় করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর শহরের উপশহর এলাকায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় রুহুল কবির রিজভী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর