Logo

সারাদেশ

কয়রার চিকিৎসা সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮

কয়রার চিকিৎসা সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

খুলনার সবচেয়ে দুর্গম উপকূলীয় উপজেলা কয়রার স্বাস্থ্য সেবার সংকট নিরসনে সাত দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র কয়রা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিভিন্ন সংগঠন ও এলাকার বিশিষ্টজনরা এতে অংশ নেন। মানববন্ধন শেষে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর কাছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পেশ করার জন্য একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম চিকিৎসক সংকট, অবকাঠামোগত দুরবস্থা এবং প্রয়োজনীয় সেবা না থাকায় মানুষকে ন্যূনতম চিকিৎসার জন্যও জেলা শহরে যেতে হয়। দীর্ঘ তিন বছর ধরে সিজারিয়ানসহ সব ধরনের অপারেশন বন্ধ রয়েছে।

পরীক্ষা-নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই। দারিদ্র্যের কারণে খরচ বহন করতে না পারায় রোগীরা বিনা চিকিৎসায় জটিল হয়ে পড়ছেন। ৫০ শয্যার হাসপাতাল কার্যত ১৯ শয্যার ভবনে সীমাবদ্ধ। ৩১ শয্যার পুরনো ভবন পরিত্যক্ত, ২০২২ সালে বরাদ্দ পাওয়া নতুন ভবনের কাজও স্থবির।

বক্তারা আরও জানান, উপজেলায় কোনো নারী চিকিৎসক নেই। শিশু বিশেষজ্ঞ ছাড়া গাইনী, সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞসহ জুনিয়র কনসালটেন্ট পদ শূন্য। মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন হলেও আবাসিক ভবনের সুব্যবস্থা না থাকায় তারা কয়রায় অবস্থান করেন না।

খুলনা শহর থেকে মাঝে মাঝে দু’একদিন এসে নামমাত্র সেবা দিয়ে পুরো মাসের বেতন গ্রহণ করছেন। কয়েকজন মেডিকেল অফিসার বিপুল জনগোষ্ঠীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় প্রসূতি নারীরা চরম ঝুঁকির মধ্যে পড়ছেন। জরুরি মুহূর্তে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে যেতে হয়, ফলে মা ও শিশুদের মৃত্যু ঝুঁকি বেড়েছে।

মানববন্ধনের সভাপতিত্ব করেন সাংবাদিক তরিকুল ইসলাম। তিনি সাত দফা দাবির মধ্যে উল্লেখ করেন : কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম চালু করা, প্যাথলজি, আলট্রাসোনোগ্রাফি ও এক্স-রে সেবা নিশ্চিত করা, পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল পদায়ন, আধুনিক আবাসিক ভবন নির্মাণ ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা, ৩১ শয্যার নতুন ভবনের কাজ দ্রুত সম্পন্ন করা, কয়রা উপ-স্বাস্থ্য কেন্দ্র সংস্কার এবং ৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ।

বক্তারা আরও অনুরোধ করেন, শুধু আশ্বাস নয়, বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচএম শাহাবুদ্দিন, মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার সদউদ্দিন আহমেদ, মানবাধিকার ব্যুরোর নির্বাহী সদস্য নুরুজ্জামান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আনোয়ার হোসেন, নিহত প্রসূতির ভাই রাসেলসহ অন্যান্য সমাজসেবক ও নাগরিক নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ইমতিয়াজ উদ্দিন ও সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তরিকুল ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর