খাগড়াছড়িতে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪
-68bbbe97a6b25.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আল রাফি অপহরণের ঘটনায় পলাতক আসামি মো. মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টিএন্ডটি পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বাতেন মৃধা জানান, অপহরণের ঘটনার পর থেকে মনির পলাতক ছিল। গত রোববার জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে শিক্ষার্থী আল রাফিকে অপহরণ করা হয়।
খবর পেয়ে সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে এবং বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় বাদশা মিয়া ও কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
ছোটন বিশ্বাস/এআরএস