আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯
-68bbcda5091f0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে দুই নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউসে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলো- আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), মেহেদী হাসান অভি (২৫), নাজমুল হাসান জিসান (২৪), আবুল হোসেন (৪১), সুমন (২৫), জুলহাস (৩০), রাজমনি (১৯) ও সুমি আক্তার (২২)। পুলিশ জানায়, তাদের মধ্যে দুইজন হোটেলের স্টাফ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআরএস