Logo

সারাদেশ

বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র মধু পূর্ণিমা পালিত

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮

বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র মধু পূর্ণিমা পালিত

ছবি : বাংলাদেশের খবর

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র মধু পূর্ণিমা উদযাপন করেছে বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায়। সকাল থেকে বিহারে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পূণ্যার্থীরা মধু, মধু মিশ্রিত পায়েশ, ফল ও ছোয়েন দান করেন।

রাজবিহারের বিহারাধক্ষ্য ভদন্ত উ কেতু মহাথের উপস্থিত থেকে পঞ্চশীল গ্রহণ ও মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন। বিকালে বৌদ্ধ ধর্মালম্বীরা গুরুভান্তের ধর্মদেশনা শ্রবণ ও মোমবাতি জ্বালিয়ে পরিবার, পিতা-মাতা, গুরুজন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় হাজার প্রদীপ প্রজ্জলন করেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, বহু বছর আগে পূর্ণিমার দিনে একটি বানর মৌচাকের মধু বুদ্ধকে দান করেছিল। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর পূর্ণিমা তিথিতে মধু পূর্ণিমা উদযাপন করা হয়।

সোহেল কান্তি নাথ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর