Logo

সারাদেশ

ফুলপুরে বন্ধুমহলের ২০০তম বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭

ফুলপুরে বন্ধুমহলের ২০০তম বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ফুলপুরে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ২০০তম বিশেষ ক্যাম্পেইন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে আড়াই শতাধিক গাছ রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক নাজমুল হাসান শান্ত, বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম ইমন, অর্থ বিষয়ক সমন্বয়ক ইয়াসিন আরাফাত, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক আনোয়ার হোসেন, ক্যাম্পেইন বিষয়ক সমন্বয়ক বরকত উল্লাহ এবং সমাজসেবী তাসনোভা নাসরিন নিশুসহ বিভিন্ন জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিত রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর