Logo

সারাদেশ

মৃত্যুর পর পূরণ হলো পচি খাতুনের শেষ ইচ্ছা

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৯

মৃত্যুর পর পূরণ হলো পচি খাতুনের শেষ ইচ্ছা

ছবি : বাংলাদেশের খবর

ভারতের কৃষ্ণনগর জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের বাসিন্দা পচি খাতুনের শৈশব কেটেছিল বাংলাদেশে। দেশ ভাগের পর তিনি ভারতে চলে যান। মৃত্যুর পরও শৈশবের স্মৃতিবিজড়িত মেহেরপুরের নানাবাড়িতে শেষবারের মতো আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

৬৫ বছর বয়সে মৃত্যুর পর শনিবার সকালে বিএসএফের সহযোগিতায় তার মরদেহ আনা হয় মুজিবনগর সীমান্তের ১২৫ নম্বর মেইন পিলারের কাছে। সেখানে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় ২০ মিনিট মরদেহটি সীমান্তে রাখা হয়। এ সময় নিকট আত্মীয়স্বজন ও এলাকাবাসী পচি খাতুনকে শেষবারের মতো দেখে বিদায় জানান। পরে মরদেহটি ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার আবুল বাশার এবং ভারতের পক্ষ থেকে ছিলেন বিএসএফের চাপড়া কোম্পানি কমান্ডার মিঠুন কুমার।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি বিএসএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর