১৫০ কোটির মহাসড়ক এখন মরণফাঁদ, মাছ ছাড়ল নিসচা

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩২
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬
-68bbf1ac0b11b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিধ্বস্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জিরোপয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনে এ কর্মসূচি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ও মহানগর নিসচার উপদেষ্টা মো. সামিউল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
বক্তারা অভিযোগ করেন, মাত্র পাঁচ বছর আগে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মহাসড়কটি এখন ভগ্নদশায়। কোথাও গর্ত, কোথাও খানাখন্দ, কোথাও কর্দমাক্ত জলাশয়। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। তারা বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে তৎকালীন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ ২০২০ সালের জুনে কাজ শেষ করে যায়। সড়ক ও জনপথ বিভাগের চরম উদাসীনতার কারণে এখন তা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
তারা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে সতর্ক করেন, তা না হলে সড়ক ভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তরিকুল ইসলাম/এআরএস