Logo

সারাদেশ

সুনামগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আইসিইউ দাবিতে মানববন্ধন

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৭

সুনামগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আইসিইউ দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আড়াই কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন করেছে হিউম্যানিটি ক্লাব।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এ কর্মসূচি হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু এবং সঞ্চালনা করেন হিউম্যানিটি ক্লাবের সভাপতি সুহেল আলম।

বক্তারা বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতি চলছে। স্টোররুমে আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়েছে। তারা তদন্তে দায়ীদের দ্রুত শাস্তি এবং আইসিইউ চালু করার দাবি জানান। বক্তারা আরও সতর্ক করেন, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর