Logo

সারাদেশ

পরাজিত ফ্যাসিবাদ চলে গেলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি : আদিলুর রহমান

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২

পরাজিত ফ্যাসিবাদ চলে গেলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি : আদিলুর রহমান

গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি : বাংলাদেশের খবর

গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে। এখনও বিচার ও সংস্কারের কাজ বাকি রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় নাটোরের ভবানীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, তবে তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন ও প্রতিহত করতে হবে। বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণই তা করবে।’

তিনি বলেন, ‘সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়নাঘর এবং মানুষের অধিকার হরণ করা হয়েছিল। সেই অধিকার ফেরাতে তরুণদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, দেশ মুক্ত হয়েছে।’

আদিলুর রহমান খান আরও বলেন, ‘বিচার, সংস্কার এবং নির্বাচন—এই তিনটি লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সংস্কার দ্রুত শেষ করতে চাই। এটি গণঅভ্যুত্থানের সরকার, সে কারণে অঙ্গীকার বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গৃহায়ণ মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান তানিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদিলুর রহমান খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর