Logo

সারাদেশ

জলমহল বিরোধে ‘অপহরণের নাটক’, ফাঁস হল ইব্রাহিমের কৌশল

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫

জলমহল বিরোধে ‘অপহরণের নাটক’, ফাঁস হল ইব্রাহিমের কৌশল

ছবি : বাংলাদেশের খবর

জলমহল নিয়ে বিরোধ ও দেনাপাওনা এড়াতে নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) নিজেই আত্মগোপনে গিয়ে ‘ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ’ নাটক সাজিয়েছিলেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ওসি সাজেদুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাত তিনটার দিকে তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ইব্রাহিমকে তুলে নিয়ে গেছে—এমন অভিযোগ করেন তার স্ত্রী মোসা. ইরানী খাতুন (২৭)। এরপর মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়।

পুলিশ, ডিবি ও সাইবার টিম যৌথ তদন্তে ৫ সেপ্টেম্বর ভোরে যশোর শহরের বকচর বিহারী কলোনীতে আত্মীয়ের বাড়ি থেকে ইব্রাহিমকে উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, প্রতিপক্ষকে ফাঁসানো ও দেনাদারদের এড়ানোর জন্য স্ত্রী, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীর সঙ্গে যোগসাজশে এই নাটক সাজিয়েছিলেন।

ওসি জানান, মিথ্যা অভিযোগ ও পুলিশকে বিভ্রান্ত করার দায়ে ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কৃপা বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর