Logo

সারাদেশ

বিএনপিতে চাঁদাবাজ ও দখলদার নেই : ডা. প্রিয়াঙ্কা

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৮

বিএনপিতে চাঁদাবাজ ও দখলদার নেই : ডা. প্রিয়াঙ্কা

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ছবি : সংগৃহীত

ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, বিএনপিতে চাঁদাবাজ ও দখলদার নেই। শুক্রবার রাতে শেরপুর শহরের সজবরখিলা এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ বাহিনী ব্যবসা-বাণিজ্যে, দখলবাজি ও চাঁদাবাজি করেছে। ৫ আগস্টের পর বিএনপিতে একটি হাইব্রিড গ্রুপ এবং আওয়ামী লীগের দোসর বাহিনী একত্রিত হয়ে এসব কার্যক্রম চালাচ্ছে। তবে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা কখনো এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়।

ডা. প্রিয়াঙ্কা বলেন, যারা প্রকৃতপক্ষে বিএনপিকে ভালোবাসেন, তারা অবৈধভাবে টাকা উপার্জন করতে পারেন না। তিনি আওয়ামী লীগের ব্যবসা-বাণিজ্যে জড়িতদের এসব কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহরিয়ার শাকির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর