Logo

সারাদেশ

কলাপাড়ায় লামিয়া হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮

কলাপাড়ায় লামিয়া হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি

পটুয়াখালীর কলাপাড়ায় লামিয়া হত্যার ঘটনায় গ্রামবাসীর নামে মামলা প্রত্যাহার ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কলাপাড়ার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃতদের পরিবার ও গ্রামবাসীরা এ কর্মসূচির আয়োজন করেন।

এলাকাবাসীরা বলেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। লামিয়ার মা হালিমা বেগমের সহযোগিতায় এ হত্যা হলেও মামলায় আসামি করা হয়েছে জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন ও হাসানকে। অথচ তারা ঘটনার দিন এলাকায় ছিলেন না। লামিয়ার পরিবার স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সহযোগিতায় নিরীহ গ্রামবাসীর নামে মামলা দায়ের করেছে। তারা এখন টাকা দাবি করছে।

এলাকাবাসী দাবি করেন, লামিয়া হত্যার ঘটনায় নিরীহ গ্রামবাসীর নামে অবিলম্বে মামলা প্রত্যাহার করা হোক। প্রকৃত আসামিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সঠিক তদন্তের দাবি জানান তারা।

জাকারিয়া জাহিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর