Logo

সারাদেশ

নদীতে বাধা সৃষ্টি করে মাছ আহরণের দায়ে ৫ জনকে আটকের নির্দেশ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৪

নদীতে বাধা সৃষ্টি করে মাছ আহরণের দায়ে ৫ জনকে আটকের নির্দেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় নদীতে চলাচলে বাধা সৃষ্টি করে অবৈধভাবে মাছ আহরণের দায়ে ৫ জনকে আটক করার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার ভরত খাল নদীতে বাধা সৃষ্টির দায়ে তাদের আটকের নির্দেশ দেন তিনি। পরে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আটককৃতদের থানায় নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- বাদাঘাট ইউনিয়নের পাতারগাও গ্রামের পাঠান মিয়া (৩৪), আবু বক্কর (২৫), আলীনুর (২৭) ও নুর আহমদ। অন্য জনের নাম এখনও জানা যায়নি।

এর আগে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউস থেকে প্রথমে গাড়িপথে তাহিরপুর উপজেলায় যান উপদেষ্টা ফরিদা আখতার। পরে সেখান থেকে স্পিডবোটে করে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ও তার আশেপাশের বিভিন্ন হাওর নদী পরিদর্শন করেন তিনি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন হাওর নদী পরিদর্শন করেছেন। তখন তিনি নদীতে বাধা সৃষ্টি করে অবৈধভাবে মাছ আহরণ করার জন্য ৫ জনকে আটক করার নির্দেশ দেন। আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আব্দুছ ছবু প্রমুখ।

মো. আব্দুল হালিম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর