Logo

সারাদেশ

সারাদেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২

সারাদেশে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত। ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয় : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে  বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদে সমাবেশে মিলিত হয়।

এ সময় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্যসচিব মাহদী হাসান, শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি আদর্শ সমাজ গঠনের আহ্বান জানান।

জামালপুর : জামালপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুনুস র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর দরবার শরীফের আয়োজনে পিটিআই স্কুল মাঠ থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ্ জামাল (র.) এর মাজারে গিয়ে শেষ হয়।

পরে মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরীর সভাপতিত্বে খাজা মোহাম্মদ ইউনুস আলী বক্তব্য দেন। তিনি হযরত মুহাম্মদ (স.) এর জীবনী তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কর্মসূচি পালনের আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

ফেনী : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. নাজমুস সাকিব এবং সঞ্চালনা ছিলেন হিসাব রক্ষক মো. হেলাল উদ্দিন।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মিছিলটি দরবার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরবারে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মাও. মো. রুহুল আমিন ছালেহী, মাও. মো. মাহমুদুম মুনির হামীমসহ মাদ্রাসার উচ্চপদস্থ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদের অংশগ্রহণে কুরআন খতম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় শাখার উদ্যোগে ১২ দিনব্যাপী ধর্মীয় আলোচনা ও প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর