নুরাল পাগলা ইস্যু : কুষ্টিয়ায় ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তায় লালনের আখড়াবাড়ি

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০
-68bc2e189d2e0.jpg)
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে বাউলসম্রাট ফকির লালন শাহর আখড়াবাড়িতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর উপজেলার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে প্রবেশের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ বলছে, রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেন বলেন, ‘আপনার জানেন গতকাল রাজবাড়ীতে মাজারকেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতর্কতার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে। এখন থেকে পালা করে রাত-দিন ২৪ ঘণ্টা পুলিশ মাজারের নিরাপত্তার দায়িত্বে থাকবে।’
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, কিছু কিছু ইস্যুতে লালন মাজারে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নুরাল পাগলের দরবারে। বিক্ষুব্ধ জনতা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এই সংঘর্ষে একজন নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয় এবং সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০-১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলার একপর্যায়ে বিক্ষুব্ধরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়।
এএ