Logo

সারাদেশ

মেহেরপুরে কিশোর গ্যাং প্রধানসহ ৩ সদস্য আটক

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭

মেহেরপুরে কিশোর গ্যাং প্রধানসহ ৩ সদস্য আটক

মেহেরপুরে বিদেশি পিস্তল, নকল পিস্তল, ম্যাগাজিন, তিনটি ওয়াকিটকি সেট, মাদকদ্রব্য ও সরঞ্জামসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরে বিদেশি পিস্তল, নকল পিস্তল, ম্যাগাজিন, তিনটি ওয়াকিটকি সেট, মাদকদ্রব্য ও সরঞ্জামসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়পাড়ার আব্দুর রশিদের ছেলে আকাশ ওরফে শাকিল (২৬), বোসপাড়ার জসীম উদ্দীনের ছেলে সজিব (২৭) ও হালদারপাড়ার হামিদুর শেখের ছেলে রায়হান (৩৬)।

যৌথবাহিনীর সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি আকাশ গ্যাংয়ের প্রধান আকাশ এবং তার সহযোগী রায়হান ও সজিবকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি নকল পিস্তল, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার, মাদকদ্রব্য এবং মাদক ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আকতারুজ্জামান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক কিশোর গ্যাং

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর