-Hospital-in-Barisal-68bc43b70cbfd.jpg)
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। ছবি : বাংলাদেশের খবর
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় এ রোগীরা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে এখানে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শেবাচিমের উপপরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ১০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন। নতুন ভর্তি হওয়া ১০ জন রোগীসহ বর্তমানে এ হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের জনসংযোগ বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, চলতি বছরে এখানে ১ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১১ জন।
বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে বলে জানিয়েছেন উপপরিচালক ডা. শাহিন। তিনি বলেন, আমাদের কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের সিংহভাগ বরগুনা জেলার বাসিন্দা। ওই জেলাতেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
এমবি