Logo

সারাদেশ

হাটহাজারীতে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯

হাটহাজারীতে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ছবি পোস্টকে কেন্দ্র করে সুন্নি ও কওমি পন্থিদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে জানানো হয়, চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৯৮৮ এর আওতায় ১৪৪ ধারায় এ আদেশ জারি করা হলো।

এ সময়ে উল্লিখিত এলাকায় সব প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ-মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব ধরনের দেশি অস্ত্র বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জানা গেছে, জশনে জুলুসে অংশ নেওয়া গাড়িবহরের আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ছবি ছড়িয়ে পড়লে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদরাসার শিক্ষার্থী ও কওমি অনুসারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

পরে ফটিকছড়ি থানা পুলিশ শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ষোলশহর জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করে। তিনি ওই এলাকার মৃত মো. মুছার ছেলে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর