Logo

সারাদেশ

কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫

কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার দুটি গাড়ি ও বাসভবনের জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

বাড়ির কর্মচারীরা জানান, মধ্যরাতে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ও হেলমেট পরা দুর্বৃত্ত বাড়ির সামনে এসে মই বেয়ে ভেতরে প্রবেশ করে প্রথমে কাদের সিদ্দিকীর দুটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে বাড়ির লোকজন চিৎকার করলে তারা দেয়াল টপকে পালিয়ে যায়। এ সময় বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়।

বাসার কেয়ারটেকার রাজু মিয়া জানান, রাতে স্যার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং মই বেয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে- তা এখনও জানা যায়নি। দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর