বরগুনায় গলাকাটা ও ঝুলন্ত স্ত্রী-স্বামীর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫

বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবারিয়া এলাকার মৃধা বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- একই এলাকার খালেক মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৭)। স্বপন পেশায় একজন রাজমিস্ত্রী। তার স্ত্রী আকলিমা একজন গৃহিণী।
ঘটনাস্থল থেকে তাদের দুই কন্যা সাদিয়া (৬) ও আফসানাকে (২) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে স্বপনের বড় মেয়ে সাদিয়া ঘর থেকে বের হয়ে প্রতিবেশীদের জানায়, মা কথা বলছে না এবং বাবাকে খুঁজে পাচ্ছে না। খবর পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে সামনের বারান্দায় গলাকাটা অবস্থায় আকলিমাকে দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় স্বপন মোল্লার মরদেহও দেখতে পান। পরে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠায়।
নিহতদের স্বজনরা জানান, দম্পতির কোনো শত্রু ছিল না। তবে নানান সাংসারিক বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। ঝগড়া থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এখন পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না। আমরা জিজ্ঞাসাবাদ করছি। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খান নাঈম/এমবি