Logo

সারাদেশ

বগুড়ায় ফিলিং স্টেশনে ক্যাশিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩১

বগুড়ায় ফিলিং স্টেশনে ক্যাশিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় একটি ফিলিং স্টেশন থেকে ইকবাল হোসেন (২৪) নামের এক ক্যাশিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় একটি ফিলিং স্টেশন থেকে ইকবাল হোসেন (২৪) নামের এক ক্যাশিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের রংপুর রোডের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের ভেতর থেকে তার মরদেহ পাওয়া যায়।

নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি প্রায় আড়াই বছর ধরে ওই স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কাজ করছিলেন এবং বগুড়ার শিববাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ইকবাল হোসেন ও রতন নামে এক সেলসম্যান একসঙ্গে ডিউটিতে ছিলেন। সকালে অন্যান্য কর্মীরা এসে ক্যাশ কাউন্টারের ভেতর ইকবালের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে সেলসম্যান রতন পলাতক রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান জানান, নিহতের মরদেহে গলার অংশে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। পিবিআই ও সিআইডি তদন্ত শুরু করেছে।

জুয়েল হাসান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর