-68bd5ca042079.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসায় হামলা চালিয়ে জামে-মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানী (৪৫) কে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এশার নামাজ শেষে বাসায় ফেরার সময় তারা তাকে পেট, বুকে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তমাখা অবস্থায় তাকে দেখে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নোমানী হুজুর ২০০৮ সাল থেকে ভোলা সদর জামে-মসজিদের খতিব হিসেবে কাজ করে আসছিলেন।
ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং হত্যার কারণ ও হামলাকারীদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল সংরক্ষিত।
এদিকে, হত্যার প্রতিবাদে ভোলার ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।
আদিল হোসেন তপু/এআরএস