Logo

সারাদেশ

পাবনায় জমিজমার বিরোধে চাচাতো ভাইকে টেঁটা দিয়ে হত্যা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

পাবনায় জমিজমার বিরোধে চাচাতো ভাইকে টেঁটা দিয়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

পাবনা সদর উপজেলার চরতারাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আবু বকর নামে এক ব্যক্তিকে তার চাচাতো ভাই আঙ্গুর আলী টেঁটা দিয়ে আঘাত করে হত্যা করেছে। শনিবার (৬ সেপ্টম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় জানায়, বাড়ির সীমানা নির্ধারণের জন্য জমি মাপজোকের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। আঙ্গুর আলী আবু বকরকে টেঁটা দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। পাবনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

কামাল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর