Logo

সারাদেশ

বাউফলে অজ্ঞাত শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫

বাউফলে অজ্ঞাত শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলার দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটি হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। পাশে একটি নীল রঙের প্যান্ট পড়ে থাকতে দেখা গেছে। নিহত শিশুর বয়স আনুমানিক ৭–৮ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌফাঁড়ির পুলিশ।

কালাইয়া নৌফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে দূর থেকে এটি মানুষের মরদেহ বলে বোঝা যায়নি। পরে সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হয় এটি এক শিশুর মরদেহ। কীভাবে মরদেহটি ওই এলাকায় এসেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আশপাশের থানাগুলোকে তথ্য পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর