মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির ঘটনায় দু’জন কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭
-68bd62b2840e5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার সুন্দরগঞ্জে সদ্য উদ্বোধন করা মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় জড়িত দু’জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতদের একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে চুরির কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, ধাপেরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা দীর্ঘদিন চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং একটি চোর চক্রের সক্রিয় সদস্য।
মামলায় উল্লেখ করা হয়েছে, সেতুর বৈদ্যুতিক তার চুরি হয়েছে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকার। সন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এআরএস