Logo

সারাদেশ

মহিপুরে অবৈধ খাল ভরাটে জরিমানা-কারাদণ্ড

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩

মহিপুরে অবৈধ খাল ভরাটে জরিমানা-কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালী মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় জোয়ার ভাটা প্রবাহমান খাল অবৈধভাবে ভরাটের সময় এক ব্যক্তিকে আটক করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেংগে ধ্বংস করা হয়েছে এবং বালু উত্তোলন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, প্রভাবশালী একটি চক্র কয়েকদিন ধরে বেড়িবাঁধ সংলগ্ন মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে খাল ও সংরক্ষিত বন দখল করে মার্কেট নির্মাণের চেষ্টা করছিল।

সহকারী কমিশনার মো. ইয়াসিন সাদেক বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

জাকারিয়া জাহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর