Logo

সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক উধাও

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক উধাও

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। তবে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক সাব্বির (ছদ্মনাম) পালিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কলেজছাত্রী জানান, কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সিমা (ছদ্মনাম) নামে ওই তরুণীর সঙ্গে গত ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহপাঠী সাব্বিরের সঙ্গে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সাব্বির তাকে শারীরিক সম্পর্কের ফাঁদে ফেলে, পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। উপায় না পেয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন সিমা।

কলেজছাত্রী বলেন, ‘সাব্বির আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আমি ন্যায্য অধিকার চাই। বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।’

কলেজ ছাত্রের বাবা জানান, ‘গত কয়েক মাস মেয়ের মা আমাদের বাড়িতে আসেন এবং বিয়ের দাবি জানান। তখন আমি বলেছিলাম ছেলে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। তবে মেয়েটি প্রাপ্তবয়স্ক হলেও ছেলেটির বয়স এখনও ১৮ হয়নি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, ‘গত রাতে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোহেল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর