
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
শেরপুর সদর উপজেলা ও শহর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্তে সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও ১২৬ ওয়ার্ড বিএনপি এবং শেরপুর পৌরসভার ৯ ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে রাত পর্যন্ত জেলা শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারের হলরুমে পৃথকভাবে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ। সভায় ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাও বক্তব্য রাখেন।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সভা অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির সভায় আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং সদস্য সচিব আবু জাফরের নেতৃত্বে আলোচনা হয়। উভয় সভায় অর্ধশতাধিক নেতা অংশগ্রহণ করেন এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান।
আলোচনার পর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী সদর উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৪ ইউনিয়ন ও ১২৬ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। শহর বিএনপির আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেন।
সভায় বক্তারা জানান, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আগামী কমিটিতে চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত নেতাকর্মীদের বেছে নেওয়া হবে। এছাড়াও দলের দুর্দিনে কাজ করা ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে।
শাহরিয়ার শাকির/এআরএস