ঝিনাইদহ জেলা সিপিবির নেতৃত্বে স্বপন-তোয়াব-বিপ্লব

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩
-68bd6fe398272.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্বপন বাগচীকে সভাপতি ও আবু তোয়াব অপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া সুজন বিপ্লবকে সহকারি সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন।
এর আগে সকালে ঝিনাইদহ শহরের পায়রাচত্ত্বরে জেলা কমিটির উদ্যোগে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন করা হয়।
সমাবেশে বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, ‘আগের ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। এক বছরের অন্তবর্তীকালীন সরকারও নৈতিক অধিকার হারিয়েছে, মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে।” তিনি আরও বলেন, “ভোট ও অন্যান্য অধিকার নষ্ট হওয়ায় বৈষম্য এখন আকাশচুম্বী।’
বুরহান/এআরএস