Logo

সারাদেশ

কুড়িগ্রামে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

কুড়িগ্রামে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংকের মধ্যে থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটিকে বলৎকারের পর হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও পরিবারের তথ্য মতে, শনিবার (৬ সেপ্টেম্বর) বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় মমিনুল ইসলাম শিশুটিকে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে বলৎকার করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন পুলিশ সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।

ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্ত মমিনুলের বাড়ি ও তার নানার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়। ফায়ার সার্ভিস আগুন নেভালেও বাড়িঘর ভস্মিভুত হয়ে যায়। মূল অভিযুক্ত মমিনুল ইসলাম এখনো পলাতক।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’

গ্রেপ্তারকৃতরা হলেন- মমিনুল ইসলামের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন এবং প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জু বেগম।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর