বান্দরবান রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটি বাতিল চেয়ে দুই সদস্য পদত্যাগ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩
-68bd724c46c2b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটি বাতিল চেয়ে দুই সদস্য পদত্যাগ করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ ও সদস্য উম্মে কুলসুম রিনা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিটের সভাপতি অধ্যাপক থানজামা লুসাই’র নিকট পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারিরা জানান, তারা এই কমিটি মানেন না। তাদের অভিযোগ, কমিটি হঠাৎ ঘোষণা করা হয়েছে এবং অনেকেই এর সদস্যের বিষয়ে কিছু জানে না। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের কথা থাকলেও তা করা হয়নি।
চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, ‘পদাধিকারবলে আমাকে কমিটির সভাপতি করা হয়েছে, কিন্তু এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি চাই গণতান্ত্রিকভাবে নির্বাচন করে কমিটি গঠন করা হোক।’
তিনি জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং শীঘ্রই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, ৩১ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যক্রম গতিশীল করার জন্য তিন মাসের মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল।
সোহেল কান্তি নাথ/এআরএস