Logo

সারাদেশ

ধুনটে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

Icon

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৪

ধুনটে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিয়াস আহমেদ । ছবি :সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিয়াস আহমেদকে (৩২) আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় বগুড়া শহরের কলোনি তাজমা এলাকায় তাকে আটক করে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখে।

পুলিশ জানিয়েছে, পিয়াস আহমেদ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, পিয়াস আহমেদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা তাকবির হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হকার রব্বানী হত্যা, ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগও রয়েছে।

পিয়াস আহমেদ ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের ফটিক উদ্দিন মহুরির ছেলে।

মিনহাজ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর