বাগেরহাটে চাকরিচ্যুতদের পুনর্বহালসহ ৪ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের কর্মবিরতি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬
-68bd778204266.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ, চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পুনর্বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু হয়। কর্মকর্তা-কর্মচারীরা এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছেন। তবে বিলসহ অন্যান্য সেবা নিতে গ্রাহকরা প্রতিদিনের মতো আসছেন। কর্মবিরতির কারণে গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন।
জরুরি সেবা নিতে আসা রুহুল আমিন বলেন, ‘আমি এসে দেখি কোনো কর্মী নেই। এক ঘণ্টা অপেক্ষা করেও কাউকে পাইনি। আরও অনেক গ্রাহক ফিরে যাচ্ছেন। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।’
কর্মীদের দাবিগুলো হলো—আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠন; সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা; মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল; বদলি/বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন; লাইনক্রুদের নির্ধারিত কর্মঘণ্টা; আন্দোলনকালে যোগ দিতে না পারা পাঁচজন লাইনক্রুকে পূর্বপদে ফিরিয়ে দেওয়া; এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা।
কর্মকর্তারা গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি। মহাব্যবস্থাপক শুশান্ত রায় বলেন, ‘অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে চলে গেছেন।’
শেখ আবু তালেব/এআরএস