Logo

সারাদেশ

মান্দায় ট্রাক উল্টে চালকের মৃত্যু

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫

মান্দায় ট্রাক উল্টে চালকের মৃত্যু

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

নওগাঁর মান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের গণেশপুর ইউনিয়নের নীলকুঠি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম সাজু মিয়া (৪০)। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল ট্রাকটি। পথে নীলকুঠি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি দ্রুতগতিতে ডান দিকে হেলে সড়কের পাশে উল্টে যায়। এতে সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ কেটে চালককে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।’

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এম এ রাজ্জাক/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর