Logo

সারাদেশ

নান্দাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬

নান্দাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বীলপাড়া এলাকায় শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ইয়াসমিন (৩০) নামে এক নারী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

নিহত ইয়াসমিন মো. আশরাফ উদ্দিনের স্ত্রী। তার স্বামী জানান, রাতের খাবারের পর তিনি বাড়ির পাশে দোকানে পান খেতে যান। এ সময় ইয়াসমিন সবার অজান্তে ঘরের ভেতর ফাঁসিতে ঝুলে পড়েন।

খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারোয়ার জাহান রাজিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর