Logo

সারাদেশ

খাগড়াছড়িতে হঠাৎ পাহাড়ি ঢল, জলাবদ্ধতায় শতাধিক পরিবার ঘরবন্দী

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০

খাগড়াছড়িতে হঠাৎ পাহাড়ি ঢল, জলাবদ্ধতায় শতাধিক পরিবার ঘরবন্দী

ছবি : বাংলাদেশের খবর

  • খাগড়াছড়িতে হঠাৎ পাহাড়ি ঢলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শতাধিক পরিবার ঘরবন্দী হয়ে পড়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে চেঙ্গী নদীর পানি বেড়ে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    খাগড়াছড়ি পৌর শহরের সবজি বাজার, মুসলিম পাড়া, গঞ্জপাড়া, গরুবাজার, শান্তিনগর, মহিলা কলেজ রোড, শব্দমিয়া পাড়া ও খবংপুরিয়া এলাকায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে।

    স্থানীয়দের দাবি, শনিবার হালকা বৃষ্টি হলেও সকালে ঘুম থেকে উঠে হঠাৎ পানি দেখতে পান তারা। অনেকে ঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন।

    খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক মো. জাকের হোসেন বলেন, ‘আমরা সব সময় প্রস্তুত আছি। গতকাল পানছড়ি উপজেলায় ভারী বৃষ্টিপাত হয়েছিল। পাহাড়ি ঢলের কারণে এসব এলাকা প্লাবিত হয়েছে।’

    ছোটন বিশ্বাস/এআরএস

  • প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

    জনদুর্ভোগ

    Logo
    সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর