ব্রাহ্মণবাড়িয়ায় ‘আপ বাংলাদেশ’ জেলা কমিটির আত্মপ্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭
-68bd7ee99a2da.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শহরের অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ উপলক্ষে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আপ বাংলাদেশ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা, গণতন্ত্রের ভিত্তি মজবুত করা ও সাধারণ মানুষের অধিকার রক্ষা। জেলা আহ্বায়ক কমিটির মাধ্যমে উপজেলা ও গ্রাম পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক আবু সাঈদ মুহাম্মদ মেরাজ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম আবিদ, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম মোবাশ্বের, নাজিমুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তাসনিম ভূঁইয়া, হাদিউল ইসলাম সাফিউ ও বকুল সাধন প্রমুখ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আপ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
লিটন হোসাইন জিহাদ/এআরএস