বগুড়ায় বিদেশি পিস্তল-গুলিসহ ডাকাত দলের সদস্য মাহবুব গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪
-68bd82c36b3a0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ট্রাকচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা করার সময় আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মাহবুব (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) আশেকপুর ইউনিয়নের পারতেখুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মাহবুবের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইসহ ২৩টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে ট্রাকচালক ফরহাদ তার সহযোগীকে নিয়ে রংপুরের মিঠাপুকুর থেকে মুরগির খাদ্য নিয়ে ফরিদপুরের টেকেরহাট যাচ্ছিলেন।
পথে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে মোটরসাইকেলযোগে তিনজন ডাকাত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা চালায়।
এ সময় ফরহাদের চিৎকারে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও মাহবুবকে অস্ত্রসহ আটক করা হয়।
ওসি আরও জানান, মাহবুব দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় সশস্ত্র ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুয়েল হাসান/এআরএস