Logo

সারাদেশ

বরিশালে ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শেবাচিমে আরও ১৯ রোগী ভর্তি

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫

বরিশালে ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শেবাচিমে আরও ১৯ রোগী ভর্তি

ছবি : বাংলাদেশের খবর

বরিশালে আবারও বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। রোববার (৭ সেপ্টেম্বর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, নতুন ভর্তি হওয়া ১৯ জন রোগীসহ বর্তমানে এখানে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ১১ জন সুস্থ হয়েছেন এবং নতুন ১০ জন রোগী ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের জনসংযোগ বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরে শেবাচিমে মোট ১,২২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১,১৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১১ জন।

উপ পরিচালক শাহিন বলেন, ‘গত দুই দিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই বরগুনা জেলার বাসিন্দা। ওই জেলাতেই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।’

গাজী আরিফুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর