Logo

সারাদেশ

জয়পুরহাটে বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১

জয়পুরহাটে বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। পরে তাৎক্ষণিকভাবে রিলিফ ট্রেন এনে উদ্ধার অভিযান চালানো হয়। লাইন মেরামতের কাজ শেষ করে সোমবার সকাল ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

মাহফুজ রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর