Logo

সারাদেশ

বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে হরতাল-অবরোধ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২

বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে হরতাল-অবরোধ

বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদে জেলায় হরতাল ও সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদে জেলায় হরতাল ও সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে হরতাল-অবরোধ কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রধান প্রধান সড়ক ও অন্তত ২০টি গুরুত্বপূর্ণ স্থানে গাছের গুঁড়ি, গাড়ি ও বেঞ্চ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবরোধ চলছে।

এদিন সকালে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন নেতাকর্মীরা। পরে মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফকরুল হাসানের গাড়ি আটকে দেওয়া হয়। পরে তিনি হেঁটে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এরপর নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ভবনের সামনে অবস্থান নেন।

সকাল ৯টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তার কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। তিনি বিকল্প হিসেবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন।

কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, জেলা বিএনপির সদস্যসচিব মুজাফফর রহমান আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামসহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে প্রস্তাব দেয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ সংখ্যা কমিয়ে তিনটি করা হবে। পরবর্তী সময়ে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

এ সিদ্ধান্তের বিরোধিতা করে চারটি আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি একের পর এক কর্মসূচি ঘোষণা করছে।

শেখ আবু তালেব/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর