Logo

সারাদেশ

নিজ বাসা থেকে কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি ও কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১

নিজ বাসা থেকে কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীর একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে নগরের কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তবে কখন তারা মারা গেছেন বা তাদের কে হত্যা করেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

নিহতরা হলেন- কুমিল্লা সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আফরিন (২৪)। সুমাইয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ১৬তম ব্যাচের শিক্ষার্থী।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত রাত ১টার দিকে নিহতের বড় ভাই ৯৯৯-এ কল দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে যান। সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতরা নগরীর সুজানগর এলাকার হলেও গত ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। নিহত তাহমিনার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন। আর মেয়ে সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।

বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানান, সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লার আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। গত বছর তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার (৫০), কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪)সহ আরও দুই ছেলে বাড়িতে বসবাস করছিলেন।

তিনি আরও জানান, তারা অন্য কারো সঙ্গে তেমন কথা বলতেন না। গতকাল রাতে তাদের দুই ছেলে ঢাকা থেকে বাসায় এসে ঘরের দরজা খোলা দেখে। প্রথমে তারা ভাবেন মা ও বোন ঘুমিয়ে আছেন। তবে বাসায় ঢুকার পর দীর্ঘ সময় পার হলেও কোনো সাড়া শব্দ না পেয়ে তারা তাদের নড়াচড়া না করায় জাগানোর চেষ্টা করেন। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ঘটনার খবর পাই আমরা রাত আড়াইটার দিকে। পরে সেখানে যাই। খাটের নিচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা যাবে। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/রিফাত/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর