Logo

সারাদেশ

নীলফামারীতে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭

নীলফামারীতে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নীলফামারীতে সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

নীলফামারীতে সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে রংপুর নগরের লালকুঁঠি পাড়া থেকে রংপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

শাহিদ মাহমুদ নীলফামারী পৌর শহরের খয়রাত হোসেন সড়ক থানার মৃত আনিস উদ্দিনের ছেলে।

কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের নির্বাচনের সময় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজী, জবরদখল, হত্যা ও নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আতাউর রহমান জানান, রাতেই তাকে নীলফামারী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি ২৪ জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন। আইনি প্রক্রিয়ার শেষে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

তৈয়ব আলী সরকার/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর