Logo

সারাদেশ

লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১

লালমোহনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশু মোসা. সোহানা বেগমের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাঢ়ি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শিশু সোহানা বেগম পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজের কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের জানান, সাংসারিক ঝামেলার কারণে শিশু সোহানাকে তার মা সুরমা বেগম বাবার বাড়িতে নিয়ে ছিলেন। রোববার বিকেলে ঘরের ভেতর কাজ করতে গিয়ে শিশু অসাবধানতাবশত নানার ঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়।

পরে বাড়ির আরেক শিশু পুকুরে ভাসতে থাকা সোহানাকে দেখে চিৎকার করলে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে শিশুর মুখে আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর