Logo

সারাদেশ

ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃত্বে ফয়সল-পয়গাম

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯

ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃত্বে ফয়সল-পয়গাম

ছবি : সংগৃহীত

দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব পেল ঠাকুরগাঁও জেলা বিএনপি। সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের ঐতিহাসিক জেলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। উৎসবমুখর এই সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

নির্বাচনের মাধ্যমে মো. ফয়সল আমীন সভাপতি এবং মো. পয়গাম আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন নেতৃত্ব ঘোষণার সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও স্লোগানে জেলা স্কুল বড় মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। আট বছর পর সম্মেলন হওয়ায় কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা সম্মেলনে বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাসী। দীর্ঘদিন পর নেতৃত্ব নির্বাচনের ফলে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। তারা আরও বলেন, আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে ঠাকুরগাঁও জেলা বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে উপস্থিত কর্মীরা জানান, নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে জেলা বিএনপি শক্তিশালী হবে। তারা আশা প্রকাশ করেন, ফয়সল আমীন ও পয়গাম আলীর নেতৃত্বে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে।

সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ভার্চুয়ালি), মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলামসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম, সহ-সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপি।

নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং আগামীর রাজনৈতিক সংগ্রামে নতুন উদ্যম যোগ হবে।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর