কুলাউড়ায় নাফিসা হত্যার আসামি জুনেল দুই দিনের রিমান্ডে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬
-68bede3f36101.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যা মামলার একমাত্র আসামি জুনেল মিয়া (৩৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে ।
সোমবার (৮ সেপ্টেম্বর) কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক আদালতে তৃতীয়বারের মতো রিমান্ডের আবেদন করলে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, তদন্তে নতুন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। আদালতে এই আলামতসহ রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের জন্য মঞ্জুর করেন।
নাফিসা জান্নাত আনজুম গত ১২ জুন সকালে কোচিং সেন্টারে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। ১৪ জুন বিকেলে তার লাশ বাড়ির পাশে ছড়ার পাড় থেকে উদ্ধার করা হয়। পুলিশ হত্যার ঘটনায় একমাত্র আসামি জুনেলকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকেই এলাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিভিন্ন আন্দোলন ও মানববন্ধনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
এআরএস